Home ভিডিও এনআরসি: মৃত্যুর দিন পেরিয়ে প্রতিরোধের পথে রাজ্য, ভিডিও

এনআরসি: মৃত্যুর দিন পেরিয়ে প্রতিরোধের পথে রাজ্য, ভিডিও

এনআরসি: মৃত্যুর দিন পেরিয়ে প্রতিরোধের পথে রাজ্য, ভিডিও
0

সারা দেশ জুড়েই এনআরসি হবে। কয়েকদিন আগেই রাজ্যসভায় জানিয়ে দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলা বাহুল্য, গোটা দেশে এনআরসি হলেও সবচেয়ে শঙ্কায় দিন গুনছেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তবর্তী অন্যান্য রাজ্যের শ্রমজীবীরা। কারণ শ্রমজীবী, গরিব মানুষদের অনেকেরই দলিল-দস্তাবেজ সংরক্ষিত থাকে না। তাছাড়া দেশভাগ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে প্রভাব পড়েছিল এই রাজ্যগুলিতেই। তাই আতঙ্কে খুব কম সময়েই এ রাজ্যে মারা গেছিলেন ২১ জন। আটজন আত্মঘাতী হয়েছিলেন, বাকিরা হৃদরোগে আক্রান্ত হন। কিন্তু সেই দিন শেষ হওয়ার মুখে। মানুষ জোট বাঁধছেন এনআরসির বিরুদ্ধে। মিছিল-মিটিং-এ সরগরম হয়ে উঠছে বাংলার গ্রাম থেকে শহর। রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে পিপলস ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন।

আরও দেখুন: হিন্দু-মুসলমান নয়,সস্তা শ্রমিকের বাহিনী তৈরিই এনআরসি-র লক্ষ্য,ভিডিও

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *