এনআরসি: মৃত্যুর দিন পেরিয়ে প্রতিরোধের পথে রাজ্য, ভিডিও
সারা দেশ জুড়েই এনআরসি হবে। কয়েকদিন আগেই রাজ্যসভায় জানিয়ে দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলা বাহুল্য, গোটা দেশে এনআরসি হলেও সবচেয়ে শঙ্কায় দিন গুনছেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তবর্তী অন্যান্য রাজ্যের শ্রমজীবীরা। কারণ শ্রমজীবী, গরিব মানুষদের অনেকেরই দলিল-দস্তাবেজ সংরক্ষিত থাকে না। তাছাড়া দেশভাগ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে প্রভাব পড়েছিল এই রাজ্যগুলিতেই। তাই আতঙ্কে খুব কম সময়েই এ রাজ্যে মারা গেছিলেন ২১ জন। আটজন আত্মঘাতী হয়েছিলেন, বাকিরা হৃদরোগে আক্রান্ত হন। কিন্তু সেই দিন শেষ হওয়ার মুখে। মানুষ জোট বাঁধছেন এনআরসির বিরুদ্ধে। মিছিল-মিটিং-এ সরগরম হয়ে উঠছে বাংলার গ্রাম থেকে শহর। রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে পিপলস ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন।
আরও দেখুন: হিন্দু-মুসলমান নয়,সস্তা শ্রমিকের বাহিনী তৈরিই এনআরসি-র লক্ষ্য,ভিডিও
Post Views:
480