মাওবাদীদের আচমকা হানায় ঝাড়খণ্ডে হত ৩ পুলিশ
পিপলস ম্যাগাজিন ডেস্ক: ৩০ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দফায় অনুষ্ঠিত হতে চলেছে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। তার আগেই আঘাত হানল মাওবাদীরা।
প্রথম দফাতেই ভোটগ্রহণ হবে লাতেহার জেলায়। সেখানেই মাওবাদী হানায় মৃত্যু হল তিন পুলিশকর্মীর।
শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ চান্দোয়া থানা এলাকায় টহল দিচ্ছিল একটি পুলিশ ভ্যান। সেখানেই আচমকা ভ্যানের সামনে এসে গুলি চালাতে শুরু করে মাওবাদীদের একটি স্কোয়াড। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সাব ইন্সপেক্টর ও এক হোমগার্ড সহ তিনজনের। আরও একজন পুলিশকর্মী আহত হয়েছে বলে খবর।
Post Views:
395