বিশ্বভারতীতে সিআইএসএফ নিয়োগ কি অনুমোদন করতেন রবীন্দ্রনাথ? ভিডিও
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হতে চলেছে ভারতের প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যার নিরাপত্তার দায়িত্ব পালন করবে আধা সেনা। বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স নিয়োগের ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই বাহিনীকে চেয়ে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে চিঠি দিয়েছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অভিযোগ ছিল, ভর্তির ফর্মের দাম বাড়ানো নিয়ে সাম্প্রতিক পড়ুয়া-কর্তৃপক্ষ দ্বন্দ্বে বেসরকারি নিরাপত্তা বাহিনী নীরব দর্শকরে ভূমিকায় ছিল। উপাচার্য মনে করেন, বিশ্ববিদ্যালয় নিযুক্ত ওই বাহিনী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কথায় কাজ করে।
আরও দেখুন: হিন্দু-মুসলমান নয়,সস্তা শ্রমিকের বাহিনী তৈরিই এনআরসি-র লক্ষ্য,ভিডিও
কিন্তু বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভাবে আধা সেনা নিয়োগকে কী চোখে দেখতেন প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর? বিশ্বভারতীর পড়ুয়ারাই বা কী চোখে দেখছেন? একটি প্রতিবেদন।