পিপলস ম্যাগাজিন ডেস্ক: হস্টেলের ভাড়াবৃদ্ধি, ড্রেস কোড, নির্দিষ্ট সময়ে হস্টেলে ফেরার মতো একগুচ্ছ নির্দেশের বিরুদ্ধে তিন সপ্তাহ ধরে ছাত্র আন্দোলন চলছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। আন্দোলনের জেরে গত সপ্তাহেই পিছু হঠে সরকার। হস্টেলের ভাড়া কিছুটা কমানো হয়। অন্যান্য নিয়মও শিথিল করা হয়। কিন্তু তা মানতে নারাজ পড়ুয়ারা।
আরও পড়ুন: মাওবাদীদের দ্রোন নিয়ে আতঙ্ক আধাসেনায়, গুলি করে নামানোর নির্দেশ
তাদের দাবি, গরিব পড়ুয়ারা যাতে জেএনইউ-তে পড়তে না পারে, সে জন্যই এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। হস্টেল ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে সোমবার সংসদ অভিযান করেন পড়ুয়ারা। পড়ুয়াদের মিছিল আটকাতে নতুন দিল্লি জেলা জুড়ে কার্ফু জারি করা হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের ৫০০ মিটার পরেই মিছিলে বাধা দেয় ১২০০ জনের পুলিশ বাহিনী। পড়ুয়াদের অভিযোগ, তাদের নিগ্রহ করা হয়। অনেকেই জখম হন। প্রায় ৫০ জন পড়ুয়াকে আটক করা হয়।
তিনটি ব্যারিকেড ভেঙে সংসদের দিকে এগিয়ে যান একদল ছাত্রছাত্রী। শেষ পর্যন্ত সংসদের নর্থ গেটের ১ কিলোমিটার দূরে তাদের আটকে দেওয়া হয়।
পড়ুয়াদের শান্তপূর্ণ মিছিলের ওপর এই পুলিশি হামলার তীব্র নিন্দা করেছে জেএনইউ-র ছাত্র সংসদ এবং অধ্যাপকদের সংগঠন।
ছাত্র সংসদের দাবি, বর্দ্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে পড়ুয়াদের সমস্যা নিয়ে আলোচনার জন্য যে তিন সদস্যের প্যানেল গঠন করা হয়েছে- সেই প্যানেলকে পড়ুয়া ও অধ্যাপকদের সঙ্গে আলোচনা করতে হবে। সহ উপাচার্যকে পদত্যাগ করতে হবে।