সাম্রাজ্যবাদের পোষা কুকুরদের আক্রমণ করত ‘মাতাপাকোস’- শ্রদ্ধা জানাল চিলির সংগ্রামীরা, ভিডিও
![সাম্রাজ্যবাদের পোষা কুকুরদের আক্রমণ করত ‘মাতাপাকোস’- শ্রদ্ধা জানাল চিলির সংগ্রামীরা, ভিডিও](https://peoplesmagazine.in/wp-content/uploads/2019/11/chile-dog.jpg)
পিপলস ম্যাগাজিন ডেস্ক: ২০১০ সালে পড়াশোনার খরচ বৃদ্ধির প্রতিবাদে গর্জে উঠেছিল চিলি। সংগ্রামী ছাত্রছাত্রীদের আন্দোলনে উত্তাল ছিল সান্তিয়াগো। সেই সময়ই নজর কাড়ে ওই কালো কুকুরটি। ছাত্রদের পায়ে পা মিলিয়ে পুলিশদের আক্রমণ করত সে। কামড়ে দিত সুযোগ পেলেই। কাঁদানে গ্যাস, জল কামান- কোনোকিছুই রুখতে পারত না তাকে। সেই থেকে ওর নাম ‘নেগরো মাতাপাকোস’। অর্থাৎ কালো পুলিশ ঘাতক। চিলির ভাষায় পুলিশকে পাকোস বলা হয়ে থাকে। এটি একটি গালাগালি।
আরও পড়ুন: বিলগ্নিকরণের বিরুদ্ধে মোমবাতি মিছিল ১৩ হাজার এনটিপিসি কর্মীর
আর যে পুলিস সংগ্রামীদের ওপর হামলা করে। যে রাজনৈতিক দল-নেতা ও আমলাতন্ত্র সাম্রাজ্যবাদের নির্দেশে জনবিরোধী নিয়ম বানায়, তারা তো দুনিয়া জুড়ে ‘সাম্রাজ্যবাদের পোষা কুত্তা’ বলেই পরিচিত। মাতাপাকোস সত্যিকারের কুকুর হয়েও সাম্রাজ্যবাদের পোষ মানেনি বরং সাম্রাজ্যবাদের ভৃত্যদের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ভাবে অংশ নিয়েছিল।
তারপর ২০১১১-১৩ পর্যন্ত চিলির রাজধানী সান্তিয়াগোতে যত ছাত্র বিক্ষোভ হয়েছে, সবেতেই দেখা গেছে তাকে। শিল্পীরা তার ছবি এঁকেছেন। কার্টুনিস্টরা কার্টুন তৈরি করেছেন। সংগ্রামী জনগণের সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে মাতাপাকোস। ২০১৭ সালে মৃত্যু হয় তাঁর। চিলির এবারের ঐতিহাসিক বিক্ষোভে সে নেই। কিন্তু জনগণ তাঁকে মনে রেখেছেন। চিলি জুড়ে জনগণ তাঁর কুশপুতুল তৈরি করে মিছিল করেছেন। সান্তিয়াগোর রাজপথেও শনিবারেও দেখা গেল সে দৃশ্য। সাম্রাজ্যবাদের পোষা কুকুরদের বিরুদ্ধে একটি সত্যিকারের কুকুর লড়ছে, এমন ঘটনা ইতিহাসে থেকে যাওয়ার মতো বৈকি! তা হয়েছে, গলায় লাল রিবন ভাঁধা ওই কালো কুকুরের ছবি সারা দুনিয়াতেই প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে গত কয়েক বছরে।