বিলগ্নিকরণের বিরুদ্ধে মোমবাতি মিছিল ১৩ হাজার এনটিপিসি কর্মীর
পিপলস ম্যাগাজিন ডেস্ক: এখনও কোনো সরকারি ঘোষণা নেই। কর্তৃপক্ষর তরফে কোনো ইঙ্গিতও নেই। কিন্তু কর্মীরা বলছেন উপরমহলে বিলগ্নিকরণের প্রস্তাব নিয়ে জোরদার আলোচনা চলছে। তাই নিজেদেরকেও সংগঠিত করছেন তাঁরা। তারই ছবি দেখা গেল শুক্রবার।
দেশজুড়ে ছড়িয়ে থাকা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের ৫০টি কেন্দ্রের ১৩ হাজার কর্মী ও তাদের পরিবার মোমবাতি মিছিল করলেন ১৫ নভেম্বর সন্ধ্যায়। গোটা দেশে এনটিপিসির মোট ১৯ হাজার কর্মী রয়েছে।সেদিন সকালে প্রায় প্রতিটি কেন্দ্রের গেটেই এই নিয়ে মিটিং হয়। এনটিপিসি এক্সিকিউটিভ ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ভিকে শর্মা বলেন,” এই প্রথম কোনো কারণে সংস্থার এত কর্মী একসঙ্গে পথে নামলেন। সরকারি ভাবে কিছু বলা না হলেও সংস্থার ওপর মহলে নিয়মিত ভাবে বিলগ্নিকরণ নিয়ে আলোচনা চলছে। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলি নিয়ে যা করা হচ্ছে, তাতে সবকিছুই সম্ভব এবং সকলেই আশঙ্কিত”।
কর্মচারীদের তরফে ১৩ নভেম্বর কর্তৃপক্ষের সঙ্গে দেখা করা হয় এই বিষয়ে। তবে সেখান থেকে জানানো হয়, শক্তি মন্ত্রক থেকে এরকম কোনো বার্তা তাদের কাছে নেই। কর্মচারীরা শক্তি মন্ত্রী আরকে সিং-এর সঙ্গে দেখা করার সমংয় চাইছেন তবে তিনি খুবই ব্যস্ত।
এনটিপিসি-তে সরকারের ৫৪.৫০ শতাংশ শেয়ার রয়েছে। সরকার তা কমাতে চায় বলে এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থার কর বাদ দিয়ে মুনাফা বেড়েছে ৩৪. ৪৮ শতাংশ। গত বছর যা ছিল ২,৪২৬.০২ কোটি টাকা, এবার তা বেড়ে হয়েছে ৩,২৬২. ৪৪ কোটি টাকা। এছাড়া অন্য সব নিরিখেও সংস্থার মুনাফা ক্রমবর্ধ্বমান।
সূত্র ও ছবি সৌজন্য: পিএসইউ ওয়াচ