শবরীমালা নিয়ে নিজেদের রায় বহাল রাখতে থমকাল সুপ্রিম কোর্ট
পিপলস ম্যাগাজিন ডেস্ক: কেরলের শবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশাধিকার দিয়েছিল শীর্ষ আদালত। গত বছর। সেই রায় পুনর্বিবেচনার জন্য মামলা হয় শীর্ষ আদালতে। বৃহস্পতিবার সেই মামলার রায়দানের কথা ছিল। কিন্তু পাঁচ সদস্যের বেঞ্চ সিদ্ধান্ত নিতে পারল না। মামলাটি পাঠিয়ে দেওয়া হল সাত সদস্যের বৃহত্তর সাংবিধানিক বেঞ্চের কাছে।
গত বছর শীর্ষ আদালতের শবরীমালা রায় নিয়ে উত্তাল হয়েছিল কেরল। বাম সরকার সেই রায়কে সাধুবাদ জানিয়ে নিরাপত্তারক্ষী দিয়ে ঞতুমতী মহিলাদের মন্দিরে প্রবেশ করায়। অন্যদিকে মন্দিরের চিরাচরিত রীতি বদলানোর প্রতিবাদে আন্দোলন করে বিজেপি। তাতে গত লোকসভা নির্বাচনে কিছু কেন্দের তাঁদের ভোটও বেড়েছে। যদিও বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন, শীর্ষ আদালতের রায় সকলেরই মেনে নেওয়া উচিত।
এদিন শীর্ষ আদালত রিভিউ মামলা বৃহত্তর বেঞ্চে পাঠানোয় কিছু প্রশ্ন উঠে এসেছে। কিছুদিন আগেই অযোধ্যা মামলায় জমির মালিকানা নির্ধারণে ধর্মীয় বিশ্বাসকে প্রাধান্য দিয়েছে সুপ্রিম কোর্ট। মাত্র কয়েকদিনের মধ্যেই শবরীমালা নিয়ে নিজেদের রায় বহাল রাখলে দ্বিচারিতার অভিযোগ উঠতে পারে। তাই কিছুটা সময় নিয়ে, বাবরি রায়ের রেশ কমে যাওয়ার পর শবরীমালা নিয়ে রায়দান করার জন্যই সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আপাতত শবরীমালা মন্দিরে ঞতুমতী মহিলারা প্রবেশ করতে পারবেন।