Home খবর হায়দরাবাদ থেকে মাওবাদী সন্দেহে গ্রেফতার দম্পতি বি অনুরাধা-এন রবি
0

হায়দরাবাদ থেকে মাওবাদী সন্দেহে গ্রেফতার দম্পতি বি অনুরাধা-এন রবি

হায়দরাবাদ থেকে মাওবাদী সন্দেহে গ্রেফতার দম্পতি বি অনুরাধা-এন রবি
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে সভা করার কথা ছিল অল ইন্ডিয়া ফোরাম ফর ফ্যাসিস্ট হিন্দুত্ব অফেনসিভের পক্ষ থেকে। মঙ্গলবার দুপুর তিনটের সেই সভা বানচাল করে দিল হায়দরাবাদ পুলিশ। সেখানেই না থেমে ফোরামের দুই সদস্য বি অনুরাধা ও এন রবিকে গ্রেফতার করল পুলিশ।

দেখুন: হিন্দু-মুসলমান নয়,সস্তা শ্রমিকের বাহিনী তৈরিই এনআরসি-র লক্ষ্য, ভিডিও

জামিনে মুক্ত এই দম্পতির দুজনের বিরুদ্ধেই মাওবাদী কার্যকলাপের অভিযোগ রয়েছে।এরা দুজনেই ২০০৯ সালে গ্রেফতার হয়েছিলেন। অনুরাধা জামিন পান ২০১৩ সালে। রবি জামিন পান ২০১৬ সালে। পুলিশের অভিযোগ, জামিনের পর থেকে এরা প্রকাশ্য জীবন যাপন করলেও গোপনে সিপিআই(মাওবাদী)-র সঙ্গে যোগাযোগ রাখতেন। গত বছর তারা দুজনেই দণ্ডকারণ্যে গিয়ে মাওবাদী নেতৃত্বের সঙ্গে দেখা করেছিলেন বলেও পুলিশের দাবি। পুলিশ জানিয়েছে, এ বছরের মার্চে রবি দিল্লিতে ‘ফোরাম ফর ফ্যাসিস্ট হিন্দু অফেনসিভ’ গঠনে সক্রিয় ভূমিকা নেন।

রবি-অনুরাধার ফ্ল্যাট থেকে তিনটি ল্যাপটপ, মেমোরি কার্ড ও বেশকিছু নথি বাজেয়াপ্ত করেছে।    

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *