Home খবর ৯দিনে পড়ল ধর্মঘট, বন্ধ মানেসরের হন্ডা কারখানা

৯দিনে পড়ল ধর্মঘট, বন্ধ মানেসরের হন্ডা কারখানা

৯দিনে পড়ল ধর্মঘট, বন্ধ মানেসরের হন্ডা কারখানা
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: ৯ দিনে পড়ল হরিয়ানার মানেসরের হন্ডা মোটরসাইকেলস অ্যান্ড স্কুটার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ঠিকা শ্রমিকদের ধর্মঘট। গত কয়েকমাসে ওই কারখানার ৬০০ ঠিকা শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। ১০ দিন আগে ছাঁটাই করা হয়েছে ২০০ জনকে। তাদের সকলকে কাজে ফেরানোর দাবি এবং ভবিষ্যতে আর কোনো ছাঁটাই না করার প্রতিশ্রুতির দাবিতে ধর্মঘট করে্ছেন শ্রমিকরা। র্ধঘট শুরু হওয়ার ২ দিন পরেই কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দেশে কৃষকের আত্মহত্যার সংখ্যা কত? তিন বছর পর রিপোর্ট দিল কেন্দ্র

মানেসরের ওই কারখানায় ১৯০০ স্থায়ী শ্রমিক এবং ২৫০০ ঠিকা শ্রমিক রয়েছে। গত এক বছর ধরে এই কারখানার স্থায়ী শ্রমিকদের নতুন বেতনক্রম চালু করার জন্যও ইউনিয়ন নেতাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে ম্যানেজমেন্ট। কর্তৃপক্ষের বক্তব্য, সংস্থার গাড়ি বিক্রি কমে গেছে, সেজন্যই ছাঁটাইয়ের পথে হাঁটছে আতরা। যদিও শ্রমিকরা বলছেন, গত অক্টোবর মাসে সংস্থার বিক্রি বেড়েছে, তাই ছাঁটাই অপ্রয়োজনীয়।

কারখানা বন্ধ থাকলেও ম্যানেজমেন্টের সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনা চলছে। সূত্রের খবর ছাঁটাই শ্রমিকদের ফেরত না নেওয়া হলে, যারা প্রত্যেকে যত বছর কাজ করেছেন, প্রতি বছরের জন্য ১ লক্ষ টাকা হিসেবে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু সেই দাবি এখনও মানেনি সংস্থা।

হন্ডা ভারতের সবচেয়ে বড়ো স্কুটার বিক্রিকারী সংস্থা। সমস্যা মেটানোর জন্য হরিয়ানা সরকারের পক্ষ থেকে প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে।

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *