Home কৃষি দেশে কৃষকের আত্মহত্যার সংখ্যা কত? তিন বছর পর রিপোর্ট দিল কেন্দ্র

দেশে কৃষকের আত্মহত্যার সংখ্যা কত? তিন বছর পর রিপোর্ট দিল কেন্দ্র

দেশে কৃষকের আত্মহত্যার সংখ্যা কত? তিন বছর পর রিপোর্ট দিল কেন্দ্র
0

পিপলস ম্যাগাজিন ডেস্ক: ২০১৬ সালে দেশে মোট কতজন কৃষক আত্মহত্যা করেছেন, সেই রিপোর্ট তিন বছর পর প্রকাশ করল কেন্দ্র। ২০১৮ সালে সরকারের পক্ষ থেকে লোকসভায় একটি তথ্য দেওয়া হলেও বলা হয়েছিলে, সেই অসম্পূর্ণ।

আরও পড়ুন: হায়দরাবাদ থেকে মাওবাদী সন্দেহে গ্রেফতার দম্পতি বি অনুরাধা-এন রবি

মঙ্গলবার কেন্দ্রের স্বরাষ্ট্র দফতর থেকে ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অ্যাকসিডেন্টাল ডেথ অ্যান্ড সুইসাইডস ইন ইন্ডিয়া’-র রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে ২০১৬ সালে দেশে ১১,৩৭৯ জন কৃষক আত্মহত্যা করেছেন।রিপোর্টে দেখানো হয়েছে দেশে কৃষকের আত্মহত্যার সংখ্যা কমছে।২০১৫ সালে ১২,৬০২ জন আঅত্মহত্যা করেছিলেন, ২০১৪ সালে সংখ্যাটা ছিল ১২,৩৬০।

প্রতিবারের মতো এবারও আত্মহত্যায় শীর্ষে রয়েছেন মহারাষ্ট্রের কৃষকরা। ৩,৬৬১ জন। সেখানেও আগের দুই বছরের তুলনায় আত্মহত্য়া কমছে বলে রিপোর্টে দাবি।দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক(২,১৭৯), তৃতীয় স্থানে মধ্যপ্রদেশ(১৩২১)। তেলঙ্গানায় কৃষকের আত্মহত্যার সংখ্যা অর্ধেকেরও বেশি কম গেছে। ২০১৬ সালে সে রাজ্য আত্মঘাতী কৃষকের সংখ্যা ৬৪৫। ২০১৫ সালে সংখ্যা ছিল ১৪০০, ২০১৪-য় ১৩৪৭।

২০১৫ সালে থেকে পশ্চিমবঙ্গে কৃষকের আত্মহত্যার কোনো তথ্যা কেন্দ্রকে দিচ্ছে না। রিপোর্টে পশ্চিমবঙ্গে কৃষক আত্মহত্যার সংখ্যা ০ দেখানো হয়েছে। বিহারেও তাই।

২০১৬ সালে যত কৃষক দেশে আত্মঘাতী হয়েছেন, তাদের মধ্যে মাত্র ৮.৬ শতাংশ মহিলা। এর কারণ হিসেবে মনে করা হচ্ছে, কৃষি ক্ষেত্রে বহু মহিলা কাজ করলেও, তাদের কৃষক হিসেবে দেখানো হয় না। ১৯৯৫ থেকে ২০১৬ পর্যন্ত দেশে ৩,৩৩, ৪০৭ জন কৃষক আত্মহত্যা করেছেন। সেই সময় থেকেই এনসিআরবি কৃষক আত্মহত্যার তথ্য সংগ্রহ ও প্রকাশ করছে। বিশেষজ্ঞদের অনেকেরই দাবি কৃষি ক্ষেত্রে বিদেশি পুঁজির আগ্রাসন ও কেন্দ্রীয় সরকারগুলির উদারীকরণ নীতির প্রভাবেই ক্রমেই জীবনধারণ করা কঠিন হয়ে যাচ্ছে ভারতীয় কৃষকদের।   

Share Now:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *