সুপ্রিম কোর্টের রায় কি বাবরি ধ্বংসের ঘটনার যুক্তিসঙ্গত পরিণতি? ভিডিও
১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর ভারতের সমাজ ও রাজনীতি পুরনো পথে চলেনি। তাতে এসেছে নানা বাঁকমোড়। ধীরে ধীরে সংসদীয় ক্ষমতার শীর্ষে নিজেদের স্থান শক্তিশালী করেছে হিন্দুত্ববাদী শক্তি। সংখ্যালঘুদের জীবনে অনিশ্চয়তা বেড়েছে। ঘটেছে গুজরাট দাঙ্গার মতো ঘটনা। ঘটেছে গরু সুরক্ষার নামে একের পর এক গণহত্যা। গত সাতাশ বছরে কেমন ভাবে এগিয়েছে ভারতীয় রাজনীতি? সুপ্রিম কোর্টের এদিনের রায় কি ভারতীয় সমাজে সাম্প্রদায়িক সুস্থিতি ফিরিয়ে দিতে পারবে? আমাদের বিশেষ রিপোর্ট।
Post Views:
509